পরীক্ষার আগের রাতে ৫ ধরনের ছাত্র-ছাত্রী |


🍁ভয়ানক ছাত্র-ছাত্রী এরা দুই ধরনের কাজ করে। হয় একটানা ১৩ ঘন্টা পড়ে, অথবা আম্মুর হাতে একগ্লাস দুধ খেয়ে, নাকে তেল দিয়ে নিশ্চিন্ত মনে ঘুম দেয় এবং পরের দিন ফ্রেশ মাইন্ডে দুর্দান্ত পরীক্ষা দেয়। 🍁সাধারণ ছাত্র কোচিং, নোটস আর গুরুজনদের দোয়া নিতে নিতেই এদের পরীক্ষার আগের সপ্তাহটা কেটে যায়। এদের পরীক্ষার আগের রাত কাটে ইবাদাত করে। উপরওয়ালার কাছে প্রার্থনার সুরে এরা বলে, “হে দয়াময়, আব্বা বলেছেন পাস না করলে রিকশা চালাতে হবে। এ পরীক্ষাটা পাস করায়ে দেন, পরবর্তীতে খুব পড়াশোনা করবো। 🍁ঘুমকুমারী এই দলটা সারা বছর ক্লাসে ঘুমিয়েই কাটিয়ে দেয়। ফল হিসেবে পরীক্ষার আগের রাতে এরা সিলেবাস এবং বইপত্র খুলে অবাক হয়ে যায়। আপন মনে আঁতকে উঠে বলে, “এত পড়া!”, এরপর সব বন্ধ করে ঘুম দেয়। উপরওয়ালার ওপর ইনাদের অসীম ভরসা। 🍁নকলবাজ এদের জন্য পরীক্ষার আগের রাত যুদ্ধক্ষেত্র। শুরু হয় দশজন সহপাঠীকে ফোন দিয়ে। “দোস্ত পারিস কিছু? কালকে আমার পাশে বসিস!” টাইপের কথা বলাই এদের কাজ। এরপর শুরু হয় ছোট ছোট কাগজে নকল টুকলিফাই করা থেকে শুরু করে নানা ফন্দিফিকির করা। সত্যি বলতে কি, এই মানুষগুলো নকল প্রস্তুত করতে গিয়ে যে পরিমাণ ট্যালেন্টের পরিচয় দেয় তা অবিশ্বাস্য! 🍁আজকে পরীক্ষা? এই দলটা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের দল। এরা পরীক্ষার দিন ক্লাসে ঢুকে জানতে পারে আজকে পরীক্ষা। যেহেতু এরা পরীক্ষা কবে জানেই না, সুতরাং পরীক্ষার আগের রাত বলতে এদের কিছু নেই।

Comments

Popular posts from this blog

ইংলিশ রূপান্তর সহকারে খুব গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রবাদ বাক্য ...... এই সকল প্রবাদ বা উপদেশ বাক্য আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারেন... তাছাড়া যে কোন পরীক্ষায় ইংলিশ বিষয়ে প্রবাদ বাক্য অন্তর্ভুক্ত থাকে ...

আবিষ্কার এর কিছু তথ্য।

নিয়মিত ফেসবুক ব্যবহারেই বাড়বে আয়ু !