Posts

সুস্থ্য থেকে উষ্ণ রাখি - ০৩

Image
মধুপুর ইউনিয়নের চরমধুপুর এবং সোনাতলা সদর ইউনিয়নের গুচ্ছগ্রামে বিতরণ করা হলো শীতবস্ত্র। বাড়ি বাড়ি সার্ভে শেষে সবার দরজায় পৌঁছে দেয়া!!কল্যাণের পথে আমরা এভাবেই চলতে চাই। খুশি এবং হাসি 😊।

পরীক্ষার আগের রাতে ৫ ধরনের ছাত্র-ছাত্রী |

Image
🍁ভয়ানক ছাত্র-ছাত্রী এরা দুই ধরনের কাজ করে। হয় একটানা ১৩ ঘন্টা পড়ে, অথবা আম্মুর হাতে একগ্লাস দুধ খেয়ে, নাকে তেল দিয়ে নিশ্চিন্ত মনে ঘুম দেয় এবং পরের দিন ফ্রেশ মাইন্ডে দুর্দান্ত পরীক্ষা দেয়। 🍁সাধারণ ছাত্র কোচিং, নোটস আর গুরুজনদের দোয়া নিতে নিতেই এদের পরীক্ষার আগের সপ্তাহটা কেটে যায়। এদের পরীক্ষার আগের রাত কাটে ইবাদাত করে। উপরওয়ালার কাছে প্রার্থনার সুরে এরা বলে, “হে দয়াময়, আব্বা বলেছেন পাস না করলে রিকশা চালাতে হবে। এ পরীক্ষাটা পাস করায়ে দেন, পরবর্তীতে খুব পড়াশোনা করবো। 🍁ঘুমকুমারী এই দলটা সারা বছর ক্লাসে ঘুমিয়েই কাটিয়ে দেয়। ফল হিসেবে পরীক্ষার আগের রাতে এরা সিলেবাস এবং বইপত্র খুলে অবাক হয়ে যায়। আপন মনে আঁতকে উঠে বলে, “এত পড়া!”, এরপর সব বন্ধ করে ঘুম দেয়। উপরওয়ালার ওপর ইনাদের অসীম ভরসা। 🍁নকলবাজ এদের জন্য পরীক্ষার আগের রাত যুদ্ধক্ষেত্র। শুরু হয় দশজন সহপাঠীকে ফোন দিয়ে। “দোস্ত পারিস কিছু? কালকে আমার পাশে বসিস!” টাইপের কথা বলাই এদের কাজ। এরপর শুরু হয় ছোট ছোট কাগজে নকল টুকলিফাই করা থেকে শুরু করে নানা ফন্দিফিকির করা। সত্যি বলতে কি, এই মানুষগুলো নকল প্রস্তুত করতে গিয়

নিয়মিত ফেসবুক ব্যবহারেই বাড়বে আয়ু !

Image
ফেসবুকেই নাকি লুকিয়ে রয়েছে জীবনের নির্যাস। বেশি মাত্রায় ফেসবুক ব্যবহার করলে বাড়বে আয়ু। এই ভার্চুয়াল দুনিয়াতেই লুকিয়ে রয়েছে বেশী দিন বাঁচার চাবিকাঠি। কিন্তু একটা শর্ত রয়েছে এখানে। কেবলমাত্র ভার্চুয়াল পরিসরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করলেই চলবে না। বাস্তবেও বজায় রাখতে হবে সামাজিকতা। আর এই নিয়ম মেনে চললেই বাড়বে আয়ু। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর গবেষক উইলিয়াম হবস জানিয়েছেন, “ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে সামাজিকতা বজায় রাখা স্বাস্থ্যের পক্ষে ভাল। এতে শরীর এবং মন দুইই ভাল থাকে। কিন্তু গোটা বিষয়টি কেবলমাত্র ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আটকে রাখলে হবে না। বাস্তবেও সামাজিকতা মেনে চলতে হবে। তবেই মিলবে উপকার।” ছ’মাসের একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছে, যারা ফেসবুকে দৈনন্দিন সময় কাটান তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশী। বন্ধুদের সঙ্গে বার্তালাপ কিংবা ফেসবুকে মনের কথা লেখা, এই প্রতিটি বিষয়ই মন হালকা করতে বেশ সাহায্য করে। পাশাপাশি, বন্ধুত্ততা বজায় রাখতে সাহায্য করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আর তাই জীবনকে

জেএসসি পরীক্ষায় সাফল্যের কৌশল ।

আগামী ১ নভেম্বর বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে জেএসসি পরীক্ষা শুরু হবে। শেষ প্রস্তুতিতে ব্যস্ত এখন পরীক্ষার্থীরা। তাদের প্রস্তুতি আরও শাণিত করার জন্য বাংলা প্রথম পত্রের জন্যে কিছু পরামর্শ দেওয়া হলো। আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব। সৃজনশীল অংশ: গদ্য, কবিতা ও আনন্দপাঠ থেকে ৩টি বিভাগের মোট ৯টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে (ক-১, খ-২, গ-৩, ঘ-৪) = ১০ নম্বর করে মোট নম্বর: ৬০। ক. জ্ঞানমূলক অংশ: প্রদত্ত নম্বর-১ [পাঠ্যবই থেকে একবাক্যে সঠিক উত্তর দেবে; এখানে কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নেই] খ. অনুধাবনমূলক: প্রদত্ত নম্বর-২, এখানে ২টি প্যারা করা যেতে পারে। [প্রথম প্যারাটি হবে এক বাক্যের। প্রশ্নে যাচাইয়ে এক কথায় উত্তরের আসল বস্তু জ্ঞান আকারে লিখবে একবাক্যে আর দ্বিতীয় প্যারায়/ অংশে থাকবে সংক্ষিপ্ত বিশ্লেষণ, যা সর্বোচ্চ ৩-৪ বাক্যে শেষ করতে হবে। মনে রাখা প্রয়োজন, অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সব মিলে সর্বোচ্চ ৫ বাক্যে শেষ করতে হবে। গ. প্রয়োগমূলক অংশ: প্রদত্ত নম্বর-৩। এখানে উত্তরের তিনটি প্যারা বা অংশ করা যেতে পারে। এখানে ত

আবিষ্কার এর কিছু তথ্য।

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে। ২। Email আবিষ্কৃত হয় 1971 সালে। ৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে। ৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে। ৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে ।৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে। ৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে। ৮। বিশ্বে ইন্টারনেট চালু হয়  1969 সালে ৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারচালুহয় 1993 সালে। ১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় 1996 সালে। ১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER,2012 ১২। বাংলাদেশে স্থাপিত প্রথমকম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে 1964 সালে ১৩। 21 মে 2006 সালে কক্সবাজারেরঝিলং জা তে ল্যান্ডিং স্টেশনস্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্তহয়।

সাধারন নলেজ

মনে রাখার সহজ #টেকনিক বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে #টেকনিকঃ-1 (SPAA) (স্পা পানির নাম মনে রাখলে হবে) S=Socretice (সক্রেটিস) P=Pleto (প্লেটো) A=Aristritol (এরিস্টটল) A=Alekgender (আলেকজান্ডার) যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”- #টেকনিকঃ-2 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।) ★ক-কলম্বিয়া ★লি-লিবিয়া ★B-ব্রাজিল ★B-বলিভিয়া ★A-আমেরিকা ★নেপাল-নেপাল ★চীনে-চীন ★চলিয়া-চিলি বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ #টেকনিক-3 জাপানি শব্দঃ “[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে “] (জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি ) . #টেকনিক-4 গুজরাটি শব্দঃ [” গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে“] (গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।) . #টেকনিক-5 [” এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক কো

ইংলিশ রূপান্তর সহকারে খুব গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রবাদ বাক্য ...... এই সকল প্রবাদ বা উপদেশ বাক্য আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারেন... তাছাড়া যে কোন পরীক্ষায় ইংলিশ বিষয়ে প্রবাদ বাক্য অন্তর্ভুক্ত থাকে ...

1) অতি ভক্তি চোরের লক্ষণ। ⇨Too much courtesy, too much craft. 2) অতি চালাকের গলায় দরি। ⇨Too much cunning overreaches itself. 3) অতি লোভে তাঁতী নষ্ট। ⇨ Grasp all, lose all. 4)অতি দর্পে হত লঙ্কা। ⇨ Pride goes before a fall. 5) অল্প বিদ্যা ভয়ংকরী। ⇨A little learning is a dangerous thing. 6) অভাবে স্বভাব নষ্ট। ⇨ Necessity knows no law. 7) অসারের তর্জন গর্জন সার। ⇨Empty vessels sound much. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ⇨ Too many cooks spoil the broth. 9) আপনা ভাল তো জগৎ ভালো। ⇨ To the pure all things are pure. 10) আপনি বাঁচলে বাপের নাম। ⇨ Self- preservation is the first law of nature. 11) আয় বুঝে ব্যয় কর। ⇨ Cut your coat according to your cloth. 12) ই‛ছা থাকলে উপায় হয়। ⇨ Where there is a will, there is a way. 13) উঠন্ত মূলো পত্তনেই চেনা যায়। ⇨ Morning shows the day. 14) উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। ⇨ One doth the scathe, another hath the scorn. 15) উলুবনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তার হার। ⇨ To cast pearls before swine. 16) এক ঢিলে দুই পা